কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোজাম্মেল হকের পুত্র"শাহীনুল হক মার্শালের"১৫৩ ভোটের ব্যবধানে জয়
নিজস্ব ডেস্কঃ
গত ১৭ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ১৫৩ ভোটের ব্যবধানে"শাহীনুল হক মার্শাল" সাবেক চেয়ারম্যান মোশতাক আহমেদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ৫২ বছর আগে তারই পিতা মোজাম্মেল হককে হারানোর প্রতিশোধ নেন বলে কেঁদে
দেন।
তিনি বলেন আমি জয় পেয়েছি,এ জয় আমি যে কোন কিছুর বিনিময়ে ধরে রাখব।জনসম্মুখে কসম কেটে সাংবাদিকদের বলেন আমি যদি কোন দিন দুর্নীতি করি তাহলে আমার আব্বার কবরে আজাব যাবে।তিনি আরো বলেন কেউ যদি কোনদিন দেখাইতে পারে কোথাও কোন প্রজেক্টে পার্সেম্টিজ নিয়েছি তাহলে সেদিনই পদত্যাগ দিয়ে চলে আসব।
Comments
Post a Comment