ইয়াবা ব্যবসায়ীকে ধরার পাতানো ফাঁদে নিজেরাই হয়রানির শিকার

নিজস্ব ডেস্কঃ

কথিত সদ্য জেল থেকে বের হওয়া ইয়াবা ব্যবসায়ী জসিম উদ্দীনকে ধরার ফাঁদ পেতে নিজেরাই নাকানি-চুবানি ও হয়রানির শিকার কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।পুর্ব পরিকল্পনা মতে ইয়াবার লেনদেন করতে আসলে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে পাকড়াও করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।

যথারীতি আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে লাবনী পয়েন্টে ইয়াবার লেনদেন করতে আসলে মাদক ব্যবসায়ী জসিম উদ্দীন আগে তিন লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তাদের ইয়াবা বুঝিয়ে দিয়ে কৌশলে তার ব্যবহৃত স্কুটি নিয়ে পালিয়ে আসে,সাথে সাথে তার পিছু নিয়ে ধাওয়া করে ধরতে পারেনি ভুক্তভোগী কর্মকর্তারা।

পরে তার ব্যবহৃত ফোন ও নাম্বার ট্র্যাক করলে লোকেশন দেখায় রামুর শ্রীমুরা ও পি,এম,খালীর মুহসিনিয়া পাড়া।সাথে সাথে ট্রাকিং অনুযায়ী তাকে ধরতে মুহসিনিয়া পাড়া আসলে,আবারো চোখের সামনে দিয়ে পালিয়ে গিয়ে গায়েব হয়ে যায়।তাকে ধরতে মরিয়া হয়ে পড়ে মুহসিনিয়া পাড়ার সব বয়সী উৎসুক জনতা।


তাকে ধরার জন্য পাড়ার রাস্তা-ঘাট ও অলিগলিতে অবস্হান নেয় অত্র এলাকার মেম্বার সহ ছোট বড় সকল জনতা।

খবর নিয়ে জানা যায়,মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ি সাতকানিয়ায়।

মুহসিনিয়া পাড়া থেকে বিয়ে করে সে দীর্ঘদিন ঐ পাড়ায় বসবাস করত।পেশা ছিল দিনমজুরি।

আড়ালে ইয়াবা ব্যবসা করে হয়ে যায় লাখ টাকার মালিক।তিন বছর আগে সে নিজে জায়গা কিনে উখিয়ায় স্বপরিবারে বসবাস করে এবং ইয়াবা ব্যবসা চালিয়ে যায়।ইতিমধ্যে সে ইয়াবা নিয়ে ধরা খেেয় জেলও খাটে।

Comments

Popular posts from this blog

ফেসবুকে সবার জন্য"প্রফেশনাল মোড" উন্মুক্ত করেছে!

জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নিবন্ধন ধার্য্য ফি-২০২২

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোজাম্মেল হকের পুত্র"শাহীনুল হক মার্শালের"১৫৩ ভোটের ব্যবধানে জয়