ই-কমার্স সাইট প্রোডাক্ট রিসেলিং এবং ফ্রি ই-কমার্স সাইটে নিজস্ব প্রোডাক্ট সেইল করে ইনকাম।
Blog from coxian24:
আজকাল স্মার্টফোনের ব্যবহার এত বেশী জনপ্রিয়
হয়েছে যে,টিপতে জানে না এমন দিনমজুরেরও
স্মার্টফোন ব্যবহার করা চাই।এই স্মার্টফোন বা
কম্পিউটারের সাহায্যে ঘরে বসে ফ্রিল্যান্সিং
কাজ করে অর্থ উপার্জন করারও রয়েছে নানান
পথ।যে উপার্জন সকল ব্যবহারকারী করতে
চাই,কিন্তু ইন্টারনেট ব্যবহারে অদক্ষতা
ও প্রশিক্ষণ নেওয়াটাকে বোরিং মনে করে
অনেক ইউজাররা কিছু দিন পরে তাদের চেষ্টা থামিয়ে দেয়।
আজকে এমন দুইটি সাইট/ক্ষেত্রের কথা এখানে
পরিপূর্ণভাবে আলোচনা করেছি,যার মাধ্যমে
একজন সাধারণ ব্যবহারকারীরও ইন্টারনেট
থেকে ভাল একটা টাকা উপার্জন করতে কোন কষ্ট হবে না।
শুধু প্রথম দিকে একটু মনোযোগ দিয়ে কাজগুলি বুঝে নিতে হবে।
আমি সাইট দুইটি এক,দুই ক্রমিক দিয়ে নিচে বিশদভাবে আলোচনা করলাম।
আপনারা যারা ইন্টারনেট থেকে ঘরে বসে
টাকা উপার্জন করতে আগ্রহী,শুধু একটু মনোযোগ দিয়ে লেখাগুলি পড়ার চেষ্টা করবেন।
১.অফার'জ ডট কম-ইকমার্স সাইট
ই-কমার্স বা অনলাইন শপিং সাইটের জনপ্রিয়তা
অভাবনীয়ভাবে বেড়ে চলছে।
পোশাক,খাদ্য,বই,খাতা,জুতা,গাড়ি,চাল,ডাল
এমন কোন জিনিস নাই যা অনলাইনে পাওয়া যায় না।
আগামীতে এগুলির চাহিদা আরো বাড়বে নিঃসন্দেহে বলা যায়।দেশের
ইভ্যালী,দারাজ,অথবা.কম,আলিশা মার্ট
এগুলির প্রমাণ।১ নং ক্রমিকের ই-কমার্স সাইটটি ও একই অবস্তা সম্পন্ন কিন্তু এই সাইটটি
ব্যবহারকারীকে তাদের সাইট থেকে খুব সুন্দরভাবে আয় করার ব্যবস্তা করে দিয়েছে যেটা
নিঃসন্দেহে সবার জন্য সুসংবাদ ও মঙ্গলজনক।এই সাইটটিতে পোশাক থেকে শুরু
করে,জুতা,ঘড়ি,থ্রি,পিস,শাড়ি,মোবাইল,ইলেক্ট্রনিক পণ্য,বিভিন্ন এক্সেসরিজ,কম্পিউটার,শীতের
কাপড়,বই এমন সুন্দর করে দিয়েছে যাতে এই ওয়েব সাইটের একজন মেম্বার সহজেই পণ্যটি
রিসেল করতে পারে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে অন্য কোন মাধ্যমে।ডিসকাউন্ট দিয়ে
রিসেলারদের জন্য মূল্যও নির্ধারন করে দিয়েছে।যেমন ুএকটি টি শার্টের ছবি এবং বর্ননা আপনি
kfarz.com থেকে নিয়ে ফেসবুক মার্কেটপ্লেস বা অন্যকোন সেল গ্রুপে সেল করলে আপনার
জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন থাকছে।অথচ
প্রোডাক্টির সুন্দর ফটো,ডেস্ক্রিপশন তারা
তাদের ofarz সাইটে আপলোড করে রেখেছে,আপনার কাজ শুধু ওদের
ওয়েব সাইট থেকে ছবি এবং তথ্যগুলি নিয়ে অন্যত্র পোস্ট করে বিক্রি করা।
আরো ভালভাবে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুন
Comments
Post a Comment