হোটেল কোয়ালিটি হোম-রিভিউ

সেল্ফ ডেস্কঃ-  বিশ্বের দীর্ঘতম সৈকত নগরী

 কক্সবাজারে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত

 এবং বিদেশী পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।

এসব ভ্রমন পিপাসু পর্যটকদের ঘিরে বৃহত্তর

 কক্সবাজারে গড়ে উঠেছে সহস্রাধিক বিভিন্ন মান

 ও পর্যায়ের আবাসিক হোটেল এবং খাবার

 হোটেল।পরিবেশ,সেবা,দামের দিক দিয়ে

 একেক হোটেল এক এক ধরনের।তাই

 পর্যটকগন ভাল হোটেলে ভাল সার্ভিস পান এবং

 খারাপ হোটেলে হয়রানি ও ক্ষতিগ্রস্ত হয়।

👉তাই আজকের এই ব্লগে আমি চেষ্টা করেছি

 দেশী পর্যটকদের জন্য ভাল পরিবেশ,ভাল

 সার্ভিস ও তুলনামূলক সাশ্রয়ী আবাসিক

 হোটেলের বিস্তুারিত তুলে ধরতে।আশা করি

 আমার এই ভ্রমনবান্ধব ব্লগ কক্সবাজারে

 আপনাদের হয়রানি লাগব করবে এবং সঠিক

 হোটেল নির্বাচন করতে সাহায্য করবে।

আজকে যে হোটেলটির বিস্তারিত বর্ননা করব

সেটির নাম হল-হোটেল কোয়ালিটি হোম

হোটেল ফ্রন্ট সাইড

হোটেল লোকেশনঃ-প্লট-৭৮,ব্লক-এ,সৈকত

 আবাসিক এলাকা,লাইট হাউজ,কলাতলী

 কক্সবাজার,

মোবাইলঃ-০১৭৬৭৭২৩৯৪৩

ই-মেইলঃ

hotelqualityhome78@gmail.com

স্হাপত্যকালঃ-২০০০ ইংরেজী

তিন ফ্লোর বিশিষ্ট এই হোটেলটিতে কাপল

(১ বেড),ডাবল(২ বেড) ও থ্রিফল(৩ বেডের)

 এসি/নন এসি রুম রয়েছে।রুমগুলি সুন্দর

 এবং পরিষ্কার ও পরিপাটি।রুমের হুবহু ছবি নিম্নরূপ-



থ্রিফল বেডের রুম বড় বিদায় আপলোড

 দেয়া সম্ভব হল না।তবে থ্রিফল বেডের রুমগুলি

 হুবহু ডাবল বেডের মত,মাঝখানে দরজা সহ

 পার্টিশান দিয়ে আলাদা আরেকটা রুম।

ফ্যামেলির সবাই একসাথে থাকার জন্য

 বেস্ট একটা রুম অনেকটা ফ্ল্যাট টাইপ।

রুমের ধরণঃ-কাপল,ডাবল,থ্রিফল বেডের

 রুমগুলি দেখতে একই রকম।প্রত্যেক

 রুমে,ফ্যান,এল ই ডি টিভি ও সুন্দর ব্যালকনি

 রয়েছে।এসি/নন এসি রুমগুলিও একই

টাইপের,শুধু এসি রুমে এসি আছে।

রুম ভাড়াঃ-কক্সবাজারে প্রত্যেক হোটেলে

বছরে দুই ধরণের ভাড়া চলমান থাকে।যেমন

 সিজনে এক রকম ভাড়া,অফ সিজনে এক

 রকম ভাড়া।সাধারণত সিজন কাউন্ট করা হয়

 নভেম্বরের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত।

এসময় হোটেল ভাড়া স্বাভাবিক ভাড়া থেকে বেশী/দ্বিগুন হয়।

যেমন-অফ সিজনে যে রুম ৮০০ টাকা ভাড়া

 সেটা হয়ে যায় ১৬০০ টাকা,সিজন চলাকালীন

 বার ভেদে/সরকারী বন্ধের দিনে ঐ ভাড়া

 বেড়ে ২৪০০ টাকা হয়ে যায়।এসি রুমের ভাড়া

 সিজন/অফ সিজনে চলমান ভাড়া থেকে ৫০০

টাকা বাড়তি হয়।

হোটেল কোয়ালিটি হোমে অফ সিজনে কাপল

 রুম-৮০০,ডাবল রুম-১২০০,থ্রিফল বেডের

 রুমগুলি ১৫০০ টাকা নন এসি হিসেবে আর

 উক্ত ভাড়া থেকে ৫০০ টাকা বেশী এসি

 হিসাবে পাওয়া যায়।পিক-আওয়ার বা

 সিজনে এই রুম ভাড়াগুলো প্রায় ডাবলের

 থেকে বেশী হয়।আবার পিক আওয়ার বা

 সিজনে রুম ভাড়া কেমন বাড়বে সেটা পর্যটক

 আসার উপর ও নির্ভর করে,কক্সবাজারে

 পর্যটকের চাপ বাড়লে রুম ভাড়া বাড়ে আবার

 চাপ না থাকলে রুম ভাড়া স্বাভাবিক থাকে।

বিঃদ্রঃ-কক্সবাজারে রুম ভাড়া বাড়তির

 অন্যতম একটা কারণ দালালচক্র।সিজন বা

 অফসিজনে আপনি যদি সরাসরি হোটেলের

 সাথে নিজে কথা না বলে কোন মাধ্যম

 ব্যবহার করেন তাহলে রুম ভাড়া স্বাভাবিকের

 থেকে বেড়ে যাবে।এসব দালালচক্র

 হচ্ছে,রিক্সাওয়ালা,অটোওয়ালা,পেশাদার

 দালাল।কক্সবাজার আসলে এসব দালাল

 আপনাদেরকে অনেক হাবি-জাবি কথা বলে

 তাদের হোটেলে নিয়ে যেতে চাইবে।

এসব দালালদের এভয়েড করলে আপনার

 অনেক টাকা রুম ভাড়া বাঁচবে।ফোনে হোক

 বা সরাসরি আপনার রুমটি হোটেল

 কর্তৃপক্ষের সাথে আপনি নিজে কথা বলে

 নেওয়ার চেষ্টা করবেন।

রুম রিজার্ভের ধরণঃ-হোটেল কোয়ালিটি

 হোমের রুমগুলি আপনি ফোনে বা সরাসরি

 এসে বুক করতে পারবেন।অগ্রিম বুকিংয়ের

 ক্ষেত্রে রুম ভাড়ার একটা অংশ এডভান্স

 করতে হয়।এডভান্স পেমেন্টের মানি রিসিপ্ট

 মনে করে নিয়ে নিবেন।

অন্যান্য সুবিধাঃ-

১.সার্বক্ষণিক রুম সার্ভিসের ব্যবস্তা।

২.বিদ্যুৎ না থাকলে জেনারেটরের ব্যবস্তা।

৩.সার্বক্ষণিক ইন্টারনেট(ওয়াই-ফাই)ব্যবস্তা।

৪.সম্পূর্ণ হোটেল সি সি ক্যামেরা দ্বারা সুরক্ষিত। 

৫.যারা পিকনিক/বনভোজন করতে আসেন তাদের জন্য নিজেরা পাক করে খাওয়ার ব্যবস্তা।

৬.একাধিক প্রাইভেট গাড়ি পার্কিংয়ের ব্যবস্তা।

৭.মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্পেস/ইবাদতখানার ব্যবস্তা।

৮.লিফট স্হাপন প্রক্রিয়াধীন।

৯.হোটেল থেকে বীচ এর দূরত্ব মাত্র ২ মিনিটের পথ।

১০.প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা রুম বয় ও ক্লিনারের ব্যবস্তা।

১১.রেন্ট এ কার এর ব্যবস্তা।

১২.সুলভে সেন্টমার্টিন সহ স্হানীয় বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ প্যাকেজের ব্যবস্তা।

১৩.প্রসস্থ সোফা সেট সম্বলিত লবি ও দৃষ্টি নন্দন ফ্রন্ট অফিস।
ডেকোরেটেড হোটেল লবি

লবির দৃষ্ট নন্দিত পেইন্টিং/সেলফি স্পট


সর্বোপরি হোটেল কোয়ালিটি হোম হচ্ছে

 কক্সবাজারে কম বাজেটে ভাল মানের থাকার

 একটি নিরাপদ হোটেল।

চেষ্টা করেছি এই ব্লগে কক্সবাজারের একটি

 ঐতিহ্যবাহী পুরাতন হোটেলকে ছবি সহ

 আপনাদের সামনে তুলে ধরতে।আশা করি

 আমার এই ব্লগটি কক্সবাজার আগমনে ইচ্ছুক

 পর্যটকদের ভাল হোটেল সন্ধানে পুরোপুরি সহায়ক হবে।

ভাল মন্দ বা কক্সবাজার নিয়ে কোন প্রশ্ন

 থাকলে কমেন্ট বা ই-মেইল করার অনুরোধ রইল।

ধন্যবাদ🙏

৩০ পারা কোরআন বাংলা অনুবাদ ও উচ্চারণ সহ_
👉https://ofarz.com/a/MVwk3Vz

Comments

Popular posts from this blog

ফেসবুকে সবার জন্য"প্রফেশনাল মোড" উন্মুক্ত করেছে!

জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নিবন্ধন ধার্য্য ফি-২০২২

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোজাম্মেল হকের পুত্র"শাহীনুল হক মার্শালের"১৫৩ ভোটের ব্যবধানে জয়